কবিতাঃ- বেঁচে থাকাই সার্থকতা (অণু কবিতা)
কবিঃ- অবিরুদ্ধ মাহমুদ
তারিখঃ- ১৭/০৮/২০
””””””””””””””””””””””””””
চার দেয়ালে বন্দী থাকাই
ভালো এখন
পানসে স্বাদের জীবনটা তো
বাঁচবে তখন।।
রঙিন জীবন ছন্দপতন,
মাদকতা
আজ বুঝি ভাই বেঁচে থাকাই
সার্থকতা।।