বাসন্তী রঙের সাজে হেটে যাওয়া শহর
তোমাদের এই রঙিন ধুলোর আয়েশী সমাবেশে আমি বেমানান
তাই উড়ে যাওয়া পাখিদের সঙ্গী হয়ে
আমিও হারিয়ে যেতে চাই,
হে পাখি নির্জনতার পাখি, আমাকেও সঙ্গী করে নিও...
সবুজ শ্যামলিমায় মায়াময় বৃক্ষরাজের ছায়াতলে।
বাসন্তী রঙের সাজে হেটে যাওয়া শহর
তোমার বুকের মাঝে ভুল করে রেখে যাওয়া পদছাপ
আর তোমার গায়ে লেখা আঁকিবুঁকি গুলো মুছে দিও একদিন
আমি না হয় একবার পরাজিত প্রেমিকের মতো
পিছু হেটে যাব
আমার ছেলে বেলায়,আমার শৈশব, আমার কৈশোরে।