কিছুটা চাই প্রেমের ছোঁয়া
কিছুটা অভিমান-কিছুটা খুনসুটি
কিছুটা ছুঁতে চাই সে
অনাঘ্রাত মায়াবীনি হরিণী-হৃদয়,
কিছুটা গন্ধ শুঁকি আনন্দ রজনীর
কিছুটা অনুভব করি মায়াবী জ্যোৎস্না।।

তারপর মধু যামিনী ফুরিয়ে গেলে
অপরূপ যৌবনের
সেই নীল নকশা এঁকে দেয় প্রেমাগ্নি ;
অবশেষে
ধূসর পাণ্ডুলিপি লিখে যায় এক ব্যর্থ প্রেমিক।।