ও মায়াবতী, তোমাকে ভালোবাসি তাই
আমার প্রেমিক চোখে
প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি বাতাসে যেন
তোমাকেই খুঁজে পাই
নাটোরের বনলতা কিংবা গ্রীসের হেলেন।
মায়াবতী চলো আমরা হারিয়ে যাই
দূরে, বহু দূরে, যেখানে নির্জনতা কথা বলে
দার কাক, লক্ষীপেঁচা দেবদারু বনটির পাশে
মায়াবী আকাশে শুধুই উড়ে যাওয়া একজোড়া পাখি হই,
সবগুলো হলুদ বসন্তে
কোন এক সবুজ পাহাড়ে
আমরা কেবল একে অপরকে জড়িয়ে যাওয়া দুটি বৃক্ষলতা;
অথবা সেই জনাকীর্ণ নগরীর নিস্তব্ধ রাত্রির
নিরন্তর রাস্তায় জলে থাকা সড়ক বাতি,
খানিক দূরে কোন অচেনা শহরে থেমে যাওয়া রাত্রি ট্রেন...
মায়াবতী তোমাকেই ভালোবাসি তাই
আমার কবি চোখে তোমাকে খুঁজে পাই
নাটোরের বনলতা কিংবা গ্রীসের হেলেন।