বালিকা তুমি পড়ালে
হৃদয়ে চন্দ্রহার
আমি প্রেম পলাতক
আহত বুকে কারাগার।।

বালিকা তুমি জরালে
মায়ার বাঁধনে
আমি বিষন্নতায় মগ্ন
তোমার সাধনে।।