এভাবে আসতেই পারো তুমি মনের পাতা ছুঁয়ে
হঠাৎ কোনো চেনা গান
যেমন মনে মনে গুনগুনিয়ে উঠে,
অথবা কোন চেনা কবিতার পঙক্তিমালা
আবৃত্তি হতে থাকে হৃদয়ের ভেতরে ভেতরেই।।
এভাবে আসতে পারো তুমি মনের পাতা ছুঁয়ে,
আমি হেঁটে যাচ্ছি লু হাওয়ার তপ্ত মরুর পথে
হঠাৎ তখন যেমন একটা হিমেল
বাতাসের সাথে ঝিরঝির বৃষ্টি এসে
ভিজিয়ে দিয়ে যায় শরীর এবং মনের ভিতর।।
এভাবে আসতেই পারো তুমি মনের পাতা ছুঁয়ে,
আমার বয়স আশি ছুঁই ছুঁই হয়
তখন কোন এক বিকেলে যদি আমি
খুলে বসি শৈশবের এ্যালবামে আর
এই মনের ভিতর একটা স্মৃতি অকস্মাৎ এসে
ভরিয়েই দেয় শিশির ভেজা হৃদয়ের আকাশে।।