এসো, ক্রীতদাস হও
না হয় পালাবার পথ খোঁজো
না হয় প্রতিবাদ করো;
অর্ধেক পোড়া মনে আর কত গোঙানি
যার পালাবার পথ নেই তার সব দিকেই খুনি।।
এসো, পায়ের নিচে পিষ্ট হও
না হয় প্রতিবাদ করো
না হয় মরো ডুবে ডুবে আলোহীন নিমগ্ন কূপের গভীরে;
তুমি অন্ধ তাই পালাবার পথ খুঁজে পাবে না আর
যার আলো নেই তার সবদিকে অন্ধকার।।
চুপ কর; চিৎকার করো না
প্রতিবাদ? এত দুঃসাহস মানায় না তোমার!
তারুণ্যের এই প্রতিবাদী রোগ বড়ই যে ছোঁয়াচে
সবাই তো বাঁচে না, ইতিহাস সাক্ষী
দুঃসাহসীরাই কেবল মৃত্যুর পরও হাজার বছর বাঁচে।।