আসলে আমি একজন আত্ম-ভুলা মানুষ
যেমন কাউকে টাকা ধার দিলে
ফেরত নিতেই ভুলে যাই……..
যেমনটি মাঝে মাঝে
আকাশ দেখতে ভুলে যাই;
ভুলে যাই রাতের তারা দের সাথে কথা বলতে
ভুলে যাই রাত জাগা
পাখিদের সঙ্গ দিতে।।
আমি এক আত্ম-ভুলা পুরুষ
যেমন ভুলে যাই বিবাহ বার্ষিকীর কথা
যেমন ভুলেই যাই
প্রিয়তমার জন্মদিনের কথা
যেমন ভুলে যাই ভালোবাসা দিবসে
স্ত্রীর খোঁপায় ফুল গুঁজে দেওয়ার কথা।।
আমি এক আত্ম-ভুলা কবি
যেমন কবিতা পড়তেই ভুলে যাই
কবিতা লিখতে ভুলে যাই
যেমন কবিতা বুঝতেই ভুলে যাই
কবিতার ছন্দ ভুলে যাই
যেমন কবিতার উপমা ভুলে যাই
কবিতার বক্রোক্তি ভুলে যাই
কবিতার অনুপ্রাস ভুলে যাই।।
আমি এক আত্ম-ভুলা………….
আমি এক আত্ম-ভুলা মানুষ,
আমি এক আত্ম-ভুলা পুরুষ,
আমি এক আত্ম-ভুলা কবি।।