তোমার আমার দেখা হবে আবারও
গোধূলির হলুদ আলোয়......
তখন একটা স্বপ্নের ডানাওয়ালা
মায়া পাখি উড়ে যাবে দক্ষিণ থেকে উত্তরে;
তার চোখের ভিতর মায়া
তার ঠোঁটের ভেতর মায়া
তার ডানার ভেতর মায়া
সেই মায়া আমাদের দু'জনকেই ভাসিয়ে নিয়ে যাবে।
তারপর সন্ধ্যার হলুদ আভা নিভে গিয়ে আঁধার হবে
কয়েকটা জোনাকি তখন আলো জ্বেলে দেবে
বৃষ্টি বিলাসী শুভ্র আলোর কাঞ্চন জোনাকি
তখন ঝাউবনের পাতায় পাতায় গান শুরু হবে,
বনের পাশেই বয়ে চলা মায়াবতী নদী
নদীর ছল ছল জলের উথালপাতাল ঢেউ
সেই ঢেউয়ে ভাসিয়ে নিয়ে যাবে
আমাদের হৃদয়ের দু'কুল
তখনও চারপাশে মৃত মানুষের মতো অন্ধকার..
শুধু জোনাকির আলোয় তোমার মুখটি
স্বচ্ছ কাচের মত ঝিকমিক করে উঠবে
তোমার সেই মুখটি দেখতে দেখতে আমি ডুবে যাব মায়া নদীর অতলান্তে।।