বিষন্নময়ী, বুকের ভিতরে কেন এত বিষন্নতা তোমার?
কার বিহনে বুকের ভেতর এমন ব্যথার বেদনা ভার!
কার বিরহে মন জানালার কার্নিশ জুড়ে এত অভিমান!
ম্লান হয়েছে মুখ, সেতারে বাজে বিষাদেরই করুন বেদনার গান
কেউ হয়তো গেছে চলে তোমায় ফেলে
তবু কেটে যায় দিন তোমার একাকী অনিমেষ
তাই বিষাদে পুড়ে হৃদয়,
বুক জুড়ে জমে আছে হাহাকার ক্লেশ!
তাতে কি? যে গেছে সে যাক যেতেই দাও তাকে
যে পাখি যাবার সে কি আর খাঁচায় বন্দি থাকে?
চাতক হয়ে তুমি চেয়েছিলে জল
তবু সেই ভাসা মেঘ যদি দূরে চলে যায়
তুমি কেনো আর পুড়বে বিষাদে? ফিরে এসো আপন সত্তায়...
ফিরে দেখো কত সোনালি আলো তোমার উঠোন জুড়ে
সুখ ছুঁই ছুঁই কত মিটে রঙ প্রজাপতি খেলা করে;
যে গেছে সে যাক,
খুলে দাও যত সব পিছনের বাঁধনের বাঁধ
ফিরে দেখো, এখনো গাছে গাছে ফুটে আছে ফুল
এখনো হয়নি শেষ জীবনের স্বাদ।।