তুমি ডাক দিয়েছ বলেই আমি হুলুস্থুল কাঙালের
মতো এতোটা পথ এসেছি..
তোমাকে ভালোবাসি বলেই
সীমাহীন খাঁ খাঁ রোদ্দুর পেরিয়ে
মনের মনোউদ্যানে ফুটেছে একশ একটা লাল গোলাপ ;
তুমি কি ভেবেছো এটা প্রেম নয়?
ভালোবাসা নয়?
এটা কি আত্মিক আকর্ষণ নয়?
প্রেম কি শুধু চৌরাস্তার মোড়ে চিৎকার করে গলা
ফাটিয়ে বলা?
আমি তোমাকে ভালবাসি!
প্রেম কি শুধু ছন্দ উপমায় সাজিয়ে
আকাশে বাতাসে তোলপাড় করে বলা?
আমি তোমাকে ভালবাসি!
প্রেম কি শুধু লোক দেখিয়ে দেখিয়ে জড়িয়ে ধরে
ফটো শুট করা?
একশ লোকের সামনে চুমু খাওয়া?
প্রেম একটা স্বর্গীয় ফুল
আত্মায় আত্মায় মিল হলেই
ফুটে ওঠে এর কলি!
এছাড়া প্রেম বলতে আমি আর কিছু বুঝিনা।।