অভিমানী নির্বাসন
বুকে নিয়ে আমি  
যদি চলে যেতে চাই,
যদি চলে যাই...
তোমার নির্বাক ঠোঁট
ছলছল চোখে
হলুদ পাখির মতো
ডাকবে কি আর?