ওগো রূপবতী হীরা-জ্যোতি ফুল, দুধ কমলার রঙে অভিমানী মেয়ে
আষাঢ়ের গূঢ় কালো কালো মেঘে মুখটি তোমার ওগো, কেন গেছে ছেয়ে?
চলে যেতে যেতে ফিরে ফিরে চাহ, অভিমান ভরা নির্বাসনীর বুকে!
মেঘনার ছল ছল সকরুণ বেদনার জল, বলো কেন দুই চোখে?
কেন যাও চলে অভিমানী ছলে ওগো মেয়ে, এই মাঝ দুপুর বেলায়
দেখ না তুমুল বৃষ্টি ভেজায় হৃদয় দু' কূল তোমার অবহেলায়।
সেই কবেকার কৃষ্ণ-রাধার অমর সে প্রেম স্মৃতির পাতায় ভাসে
উত্তরীয় উড়িয়ে নেচেছিল হৃদয় ময়ূর সেই প্রেম উল্লাসে।
ছিল উচ্ছ্বাস ভরা সে যৌবন যেন হাসিমুখে উজ্জ্বল রোদ্দুর,
ছিল যে স্বপ্ন হাতে হাত রেখে এক সাথে হেঁটে যাব দূর বহুদূর...
তবে কেন আজ এই ব্যবধান এত অভিমান জমে আছে অন্তরে?
কেন বসন্তে গাইছে কোকিল বেদনার গান একা একা চুপি সারে?
দেখ আজ নীল অপরাজিতার মেলেছে পাপড়ি, যেন সে নীলাম্বর!
আজ হোক তবে আনন্দ সঙ্গম ভেজা কাশবনে  সাজিয়ে বাসর।।


(ছয় মাত্রার মাত্রাবৃত্তে লেখার প্রয়াস)