ছেলে তার বাহিরে থাকার কারণে
মা যখন দুশ্চিন্তা করে
ফোন করেই কান্না জড়িত কণ্ঠে বলে
তুই কেমন আছিস বাবা?
তুই কি খেয়েছিস?
চারদিকে করোনার খুব আতঙ্ক
বাহিরে একদম বের হবে না বাবা;
মায়ের এমন মমতায় ভরা
কথাগুলোই হয়তো ভালোবাসা..!
সারাদিন কাজ শেষে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে
বাড়ি ফেরার পথে একটা চকলেট নিয়ে এসে
বাবা যখন খোকন কোথায় রে বলে
মিষ্টি করে ডাক দেয়
এরই নাম হয়তো ভালোবাসা!!
বন্ধুর থেকে ধার করা টাকায়
ছোট ভাইকে দেয়া জামা পরে যখন
নাচা নাচি করে,
নিষ্পাপ মুখের ঐ হাসি টুকু দেখলে মনে হয়
এরই নাম হয়তো ভালোবাসা..!
বোনের বাসায় কিছু দিন দেরি করে গেলেই যখন বলে,
কেন আসছিস? আমার কোনো ভাই নাই,
আবার পরক্ষণেই জড়িয়ে ধরে ভ্যাঁ করে কেঁদে দেয়।
এরই নাম হয়তো ভালোবাসা...!!