"""""""""""""""""""""""""""""""
এক দিন সব কিছু ক্ষয়ে ক্ষয়ে যাবে
যে মোমের আলোয় বসে লিখছি
আস্তে আস্তে সেও পুড়ে পুড়ে শেষ হবে!
দিনের শুরুতে যে সূর্যের ই দীপ্তিতে
চোখ জ্বলসিয়ে দেয়, গা পুড়িয়ে দেয়,
দিনের শেষে সেও ক্ষীণ হয়ে আসে।।

জানি সব কিছু একদিন ফিরে যাবে
তার আপন আপন কেন্দ্রের দিকেই....
আলোর ভেতরে আলো
অন্ধকার হারিয়ে যাবে আরো অন্ধকারে
নদী চলতে চলতে হারাবে সাগরে;
হৃদপিণ্ড থেকে উড়ে যাবে সেই সব  
মা-মাটির গন্ধ, সুখ-দুঃখ, মায়া-মমতা, প্রেম অভিমান।
তারপর, ফিরে যাবে ফিরে যাবে সব!
সব কিছু
এবং এক দিন এই ক্লান্ত কবিও
শীতল জলের মতোই নিস্তব্ধ হয়ে
ঠিকানা খুঁজে নিবে কবরের ভিতর।।