বালিকা তোমাকে ভালোবেসে
আমার এ হৃদয় পেয়েছে কবিতার স্বাদ
যেমন নীলিমাকে ভালোবেসে
আকাশ হয়েছে অসীম প্রেমেতে উন্মাদ।

বালিকা তোমাকে ভালোবেসে
আমার হৃদয় দেখে রোদ্দুরে জোনাকির মতো মাছি
কবিতার চারদিকে যেমন উপমার হংস উড়ে  
আকাশ তবুও হৃদয় হয় নীলিমার কাছাকাছি।

বালিকা তোমাকে ভালোবেসে
আমার এ হৃদয় পেয়েছে কবিতার অন্ত্যমিল
সাদা কাশফুল ভালোবেসে যেন
দিগন্তের শেষ প্রান্তে উড়ে চলে গাঙচিল।

বালিকা তোমাকে ভালোবেসে
আমার হৃদয় সাগরের মতো বিশাল হয়ে আসে
নদীকে ভালোবেসে সাগর তবুও যেমন
শুক্লা দ্বাদশীর জ্যোৎস্নার প্লাবনে ভাসে।

বালিকা তোমাকে ভালোবেসে
আমার হৃদয়ে জাগে কবিতার প্রেম বিলাসী আশা
হৃদয় স্পর্শী নিশান্তের ঐ স্বপ্নের মত
ভরে ওঠে শুভ্র খাতাতে কবিতার বাসনা, পিপাসা।