লোকে বলে আমরা গরিব
আচ্ছা বলেন তো হে মশাই!
হাত-পা থাকতে কেউ কি গরিব হয়?
এইতো সেদিন বেচে দিয়েই এলাম
আমার নাড়ি কাটা ধন
আমার সদ্য জন্মানো ছেলে।।
প্রসব বেদনায় আমার বউটা যখন  
ছটফট করছিল
মৃত্যু যন্ত্রণায় কাৎরাচ্ছিল
মন কি আর মানে বলুন!!
ভুলে গিয়েছিলাম আমি গরিব
হাসপাতালে নিয়ে আসার পর ডাক্তার সাব রা
বললেন সিজার করতে হবে,
তারপর লম্বা একটা ফর্দ হাতে দিয়েই
বললেন সব ওষুধ নিয়ে আসেন..
আমার যা কিছুই সম্বল ছিল
পকেটের উপরের পকেটের নিচে
আমার মাটির কেন্দ্রীয় ব্যাংকের
সব নিয়ে হাসপাতালে এলাম।
পর দিন যখন নার্স এসে আমাকে বললেন
আপনার তো ছেলে হয়েছে
শুনে, সে কি একটা সুখ অনুভব করেছিলাম
বলে বুঝাতে পারব না মশাই
তারপর হাসপাতালের বিল মেটাতে গিয়ে
আমার সহায় সম্বল সব দিয়ে যখন
বিল টা মেটাতে অক্ষম হলাম
শেষে বিক্রি করে দিয়েই এলাম
আমার সে নাড়ি কাটা ধন।
বউটা আমার কাঁদতেই ছিল খুব করে...
বউটাকে বুঝাইলাম কি হবে দুঃখ করে
আমরা তো গরিব রে,
গরিবের জন্য তো হাসপাতাল নয়
গরিবের জন্য তো হাসপাতাল নয়।।



(এটা একটা বাস্তব ঘটনার উপর ভিত্তি করেই লেখা।। গার্মেন্টসে চাকরি রত কোন এক দম্পতি এক প্রাইভেট হাসপাতালের বিল দিতে না পেরে তার সদ্য জন্মানো সন্তানকে বিক্রি করে দিতে হয়ে ছিল।। তখন সেই খবর টা পড়ে আমার যে অনুভূতি হয়েছিল তার থেকেই এই কবিতা।। )