"""""""""""""""""""""""""""""""
আমি এক ভীষণ প্রতিবাদী যুবক !
আরশোলার মতই গর্তে লুকিয়ে লুকিয়ে
ভেবেই চলেছি বহুকাল বহুদিন
একদিন প্রতিবাদী হব....
আগুন পোকা খেয়ে মশাল হাতে আমি
মিছিলের অগ্রজ হবই।

ভাবনাটা শেষ হলে,
চামড়ার ভেতরর বাঘের গর্জন গুলো
নিঃশেষ হতে থাকে..........
বিপদ দেখলে অস্ট্রিচের মত
বালিতে মুখ লুকিয়ে রাখি।
বেলাশেষে-
মুমূর্ষু আলোর ভেতরেই নিজেকে গুটিয়ে
বেমালুম নিস্তব্ধ পাথর হয়ে যাই।।