আমার সেই প্রিয় জ্যোৎস্না টা আর যে ফিরে এলো না
শুক্লা দ্বাদশীর চাঁদ তার সমস্ত আলো বিলিয়ে চলে গেল,
সাগর, নদীতে জোয়ার এসে আবার থেমে গেল;
তবুও আমার প্রিয় জ্যোৎস্না টা আর ফিরে এলো না।
কার্তিকের ঐ শুভ্র জ্যোৎস্নাকে ছুঁয়ে দিতে
দূরে নীলিমার প্রান্তর গুলো নিস্তব্ধ হয়ে গেল,
তবুও আমার প্রিয় জ্যোৎস্না টা আর ফিরে এলো না।
একজন কবি
জ্যোৎস্না কে নিয়েই কবিতা লিখবে বলে বসেছিল
একজন শিল্পী
তুলি হাতে দাঁড়িয়ে ছিল জ্যোৎস্না ছবি আঁকবে বলে,
তবুও আমার প্রিয় জ্যোৎস্না টা আর ফিরে এলো না।
অন্ধকার সময়ের পরিক্রমায় আমি ঘুরছি
কতকাল ধরে, জ্যোৎস্না ফিরে আসবে বলে;
তবুও আমার প্রিয় জ্যোৎস্না টা আর ফিরে এলো না।
জ্যোৎস্নারই অপেক্ষায় একটি বালক
ছাঁদে রেলিং ধরে ছুটাছুটি করতে করতে বৃদ্ধ হয়ে গেল;
একটা যুবক তার সমস্ত সত্তা দিয়ে অপেক্ষা করে করে
ক্লান্ত হয়ে গেল
তবুও আমার প্রিয় জ্যোৎস্না টা আর ফিরে এলো না।।