আমার ঐ চোখে তাকিও না তুমি আর
ডুবে যাবে বিষাদের গাড় নীল আঁধারে
নীল চোখেরই মায়ায় পথ হারাবে
বেদনার স্রোতে ভেসে যাবে সমস্ত জীবন।।
আমার ঐ চোখে তাকিও না তুমি আর
ধূসর আকাশে নষ্ট প্রেমের ঝলকানিতে অন্ধ হবে
বুকের ভেতর জমে যাবে আগ্নেয়গিরির লাভা
বেদনা বারুদে জ্বলে যাবে তোমার প্রেমিক মন।।