আমায় পোড়াও আগুন জ্বালাও
ভেতর-বাহির সবটা জুড়ে
দগ্ধ হৃদে দগ্ধ হাড়ে
ইচ্ছা মত আগুন জ্বালাও।।
আগুন আগুন খেলা তোমার
ফন্দি আঁটো জ্বালিয়ে দেবার
প্রেমের আগুন, ঘৃণার আগুন
পুড়ে ছাই হোক সুখের ফাগুন।।
আগুন যদি নাই বা পুড়ে
নতুন করে আগুন জ্বালো
জ্বালিয়ে দাও আর যা বাকি
জীবনটা তো প্রেমের ফাঁকি।।
কাঠ পুড়ালে কয়লা কালো
কয়লা পুড়ে হয় কি যে আর?
আমার যে সব পুড়ে অঙ্গার
ভয় কি ভাই আর পুড়ে যাবার?