আমি কেমন এক অলস..
অলসতা ডেকে আছে যেন
আমার হৃদয়ে মননে তন্ত্রে তনুতে;
আমার অধঃপতন কেবলই মাথাচাড়া দিচ্ছে…
মানুষ জেনে শুনেও যেমন বিষ পান করে
আমিও পান করছি-
সেই অস্থির আলস্য রক্তের আগুন।।