কবিতাঃ- একলা পাখি
কবিঃ- অবিরুদ্ধ মাহমুদ
তারিখঃ- ১৪/০৭/২০
””””””””””””””””””””””””””
দল ছুট পাখি আমি
উড়ে যেতে যেতে পাখা গুলি
বড়ই ক্লান্ত আমার
জানি, ঝাউ বনের ডালে এখন আর-
অপেক্ষা করে না কেউ.....
এখন আমার আর দুবেলা-দুমুঠো
খাবার খোঁজার নেই তারা,
এখন আমি শুধুই উড়তেই থাকি
নামহীন ঠিকানা হীন একলা পাখি।
উড়তে-উড়তে, উড়তে-উড়তে
তারপর একদিন ঝরা পাতার মতোই
নিঃশব্দেই ঝরে যাবো
দূরে আরো বহুদূরে অনন্তে আঁধারে।।