"""""""""""""""""""""""""""""""""""""""
রাতের আকাশের নৈঃশব্দ্যের মতোই
ইচ্ছে ঘুমে ঘুমিয়ে আছে পৃথিবী; অজানা মায়ায়
মায়াবতীর আঁধারে, বিভীষিকাময় চারদিক
আমি সন্তর্পণে হাতে সেনিটাইজার মেখে হেটে যাই মেঘের ছায়ায়।।
শহীদের রক্তের কসম, সমুদ্র ফেনায় শুধু
নগরে নগরে ভায়োলিন
ব্যারিকেড পথে খাদ্যের কাঙাল হাজার নিরন্ন পথিক..
মেঘের বিছানায় তবু আনন্দে নাচে পেঙ্গুইন।।
সিংহের মতো তারুণ্যের কণ্ঠে আক্রোশ..
লোকালয়ে হোহো করেই ঢুকে যায় বিষাক্ত চিল
চশমার কাঁচ পেয়ে গড়িয়ে পড়ে রক্ত...
সমব্যথী! অন্তরালে মৃত্যুর মিছিল।
তবু স্বপ্নদেখে বালিকা, রাজকুমার ছুটে যাবে ঘোড়া চড়ে
হিজলের ছায়ায় অরণ্যে অরণ্যে আবারও জমবে মেলা
চাঁদের আলোয় জ্বলজ্বল পৃথিবীর ই আকাশ
একাকীত্বের গহীন তন্দ্রা ভেঙ্গে তবে শুরু হোক পথচলা।।