গত এক যুগ পরে দেখা হলো তোমারই সাথে
কেমন একটা ধ্রুব বিস্ময় দেখেছি আঁখি পাতে
একজন তোমাকে গত এক যুগের আগেকার
নাম ধরে ডাকছে, নিঃশব্দে ডাকছে হৃদয় আর।।
আমি যেন সেই তোমার শান্ত হাতে পদ্ম ফুলের ছোঁয়া পাই
মনে আছে? সেই ঝড়ো হাওয়ার রাতেই আম কুড়াতে যাই?
তুমি আমি আরও অনেকে, বাচ্চারা সব আম কুড়াতে ছুটে
আমি শুধু আম কুড়াতে এসে একটা হৃদয় কুড়িয়ে মোটে।।
তুমি তো কিছুই নিলে না, শুধুই ইশারায় দিয়ে ছিলে প্রেম
আমি জলের সৌরভ নিয়ে, এক ফালি চাঁদ তোমাকে দিলেম
তুমি বাড়ি যাবে বলে, মন স্থির করেও থেকে গেলে কিসের আকর্ষণ?
মনে হয় তোমাকে পেয়েছে রুদ্র আর আমার প্রেমিক মন।।
ফিরে এসে তুমিও পারো নি ঘুমোতে শব্দহীন সে মধ্য রাতে
আত্মা যেন জড়িয়েই ছিল আবেগী আর এক মনের সাথে
হৃদয়ে জেগে ছিল শুধু স্বপ্ন প্রেম আকাঙ্ক্ষার লব্ধ কুসুম
তাই যেন স্বপ্ন পাখির ঐ দুই চোখেতে হারিয়ে ছিল ঘুম।।
আরো কিছুদিন পরে দেখা হলে, সেই আমার কাছে তোমার ছুটে আসা
বুঝেছিলাম তোমার অস্তিত্বের সাথে মিশে গিয়েছে আমার ভালোবাসা;
হে রমণী, তোমারই বসন্তের ছোঁয়ায় প্রেম প্রেম প্রেম জেগেছে শুধু
তুমি মায়াভরা চোখে যে তাকাতে ফিরে, হতে কি আমার বধূ?
তারপর কি হলো জানি না; বৃষ্টি যেমন আসতে আসতেই ফিরে যায়
তুমিও ছেড়ে গেলে জানি না কেন কোন অজানায়
তুমি পেয়ে ছিলে কি নতুন এক আঙিনা আমার আলিঙ্গন ছিঁড়ে ফেলে?
আমাকে ভেঙ্গে টুকরো টুকরো করে; আমায় ফিরিয়েই দিলে।।
অতঃপর কত কত একদিন চলে গিয়ে হল এক যোগ
আজো আমি ঘুমে গভীরে কেঁদে উঠি, স্বপ্নে দেখে তোমার মুখ।।