গতকাল এক দলা মেঘ এসে যেন
বসেছিল মনের দুয়ারে...
চোখের ভেতর ঝর্ণা স্তব্ধ হয়েছিল,
এক ফালি অন্ধকার গিলে খাচ্ছিল
মায়ায় ভরা হৃদয়ের আকাশ..
নদীর জলে তবু ছোঁ মারে চিলে
আকাশ জড়িয়ে ছিলো
নীলে আর নীলে।।