তুমি পাশে নেই বলে
আজকাল কিছুই ভালো লাগেনা আমার,
প্রকৃতির শুভ্র স্পর্শ যেন
চিমনির ধোঁয়ার মতোই মনে হয়...
নীলের আকাশ, বৃষ্টি, মেঘ, হাওয়ার-উচ্ছলতা,
আজ বড়ই বিতৃষ্ণা লাগে।।
মাঝে মাঝেই আমার এমন হয়!
পৃথিবীটাকে মনে হয় একটা কাগজের নৌকো'
সময়গুলো যেন পাথরের মত স্তব্ধ হয়ে যায়,
ভালোবাসার কবিতা গুলো
শক্ত বিস্কুটের মতই চিবিয়ে খেতে ইচ্ছে করে...
ইচ্ছে করে ভিখারি মেঘের মতো
হাওয়ায় ভাসতে ভাসতে ভাসতে ভাসতে
বহু দূরের শূন্যতায় মিলিয়ে যাই...।।