এই অসময়ের বৃষ্টি টা যেন আজ
গূঢ় রহস্যময় বেদুইন রমণীর মতই
এক আশ্চর্য অপ্সরার অশ্রুবান হয়ে উঠেছে..
তার সাথে মৃদু হাওয়া, গুমোট আকাশ,
মন খারাপ হওয়ার জন্য এর চেয়ে বেশি কিছু লাগে না!
তারপরও কেন জানি মন খারাপ হয়নি আমার
হয়তো তুমি পাশে আছো বলেই;
তোমার গোলাপী শাড়ির ভাঁজ থেকে আসা মিষ্টি গন্ধটা
আমায় অস্থির করে দিচ্ছে
এই বৃষ্টি সন্ধ্যা ঝড় তুলে দিচ্ছে বুকের ভিতর
একটা অজানা শিহরন ছড়িয়ে দিচ্ছে আমার রন্ধ্রে রন্ধ্রে।।
আজ তবে তাই হোক
ঝড় উঠুক তোমার মিষ্টি হাসিটার
মৃদু হাওয়াটা দমকা ঝাপটায় উড়িয়ে নিয়ে যাক সবকিছু
আকাশ ভেঙ্গেই অঝরে ঝরুক বৃষ্টি
আজ হোক প্রেমের ই দিন।।