আকাশ যখন নীল স্পর্শ করে
মেয়েটি দাঁড়ায় ঝুলবারান্দায় রোজ
ছেলেটার আর মন টেকে না ঘরে
সব ছেড়ে করে মায়া পাখির খোঁজ।।
এমনি করেই গল্পটা ঠিক শুরু
মনে কাঁপন বুকে ধুরু ধুরু....
চলার পথে ছেলেটা কে দেখে মেয়ে
মনের ভেতর কিসের মোহ সাজে
ছেলেটার মন যে আগেই উচাটন
মেয়েটারও ঠিক মন বসে না কাজে।।
দুটি মনেই জমে প্রেমের মায়া
এমনি করেই যাচ্ছে কেটে দিন
মনের কোণে ছায়া ঘনায় আরো
হৃদয়ে বাজে প্রেমের মায়া বীণ।।
{কবিতাটির শেষ পরিণতি লিখতে পারেনি এখনো। কোন সুহৃদ কবি চাইলে বাকি কবিতা টুকু (শেষ পরিণতি) কমেন্টে লিখে দিতে পারেন............}