কৈশোরে আমি ঘুরেছি বহু বার
প্রেমিক হতে তোমার!
তুমিও যে লাজুক লাজুক লাল হয়ে
ভয়ে ভয়ে
আমায় দেখেছো ফিরে ফিরে..
আমিও তোমাকে দেখেছি যে কতবার,
শুধু বলতে পারিনি
তোমার সে মিষ্টি হাসি
ভালোবাসি বড় ভালোবাসি।।

নিতান্তই সাধারণ আমি
আমার কিছুই নেই
তবুও তো কিছু ছিল,
ভালোবাসা-পাগলামি।।

তুমি লজ্জাবতী ফুল
মুখখানি অপরাজিতার
সুষমায় ভরা
মেঘে ঢাকা চুল
মিষ্টি একটা ঘ্রাণ ভেসে ভেসে যেত
আমার হৃদয়েরই এপার ওপার।।  

সেই ঘ্রাণ আজ কোথাও যে নেই
তোমার তুলনা ছিল বুঝি তোমাতেই!

জীবনে প্লাবনে আজো আমি স্বপ্নে ভাসি,
আজও কৈশোরের ডায়েরির পাতাটা উল্টাতেই
ভেসে আসে সেই সুর.....
ভালোবাসি, ভালোবাসি।।