কলেজ স্ট্রিটের শেষ মাথায় দাঁড়িয়ে
আনাড়ি প্রেমিক আমি
নীল জিন্স লাল টি-শার্ট জ্বলন্ত সিগারেট ঠোঁটে
অপেক্ষার কাটে না সময়, পাগলামি।।
তুমি সুবোধ বালিকা ঠোঁটের কার্নিশে কালো তিল
ক্ষণে ক্ষণে হেসে উঠে দেবদারু বন ফুল
আমি থমকে দাঁড়াই হৃদপিণ্ডের ওঠা নামা
নীল ওড়না উড়িয়ে হাসে মিষ্টি বকুল।।
চোখে চোখে হয় কথা নিশ্চুপ নিঃশ্বাস
টুপটাপ জমেছে প্রেম হৃদয়ের আকাশে
পিচ ঢালা পথে হেঁটে তোমার প্রজাপতি হৃদয়
রেখেছিলে গোলাপ পথ প্রান্তে আমারে ভালোবেসে।।
আজো ভেসে ওঠে সেই স্মৃতির সকাল
ডায়েরির পাতায় পাতায়
বিভোর মনে জাগায় শিহরণ
সেই কৈশোরের প্রেম গাথা।।