আর জনম যদি থাকে তুমি নেশা হয়ে এসো
ভালোবাসার চেয়ে বড় নেশা তো কিছু নেই!
আমি চোখ বেধে ঝাঁপ দেব তোমার নেশায়
জানি তোমার প্রেমের নেশা আমাকে ভাঙবেই।।

বরঞ্চ না হয় তুমি আকাশ হয়েই এসো
হৃদয়ে থাকবে তখন কিছুটা বিরহী গুঞ্জন  
আকাশ হলে তোমাকে ছুঁয়ে দেখার নেশায়
কেটে যাবে হয় তো আরোও হাজার জনম।।