এফোঁড় ওফোঁড় বুকের জমিন,
কতটুকু বিষাদের পুড়া
কতটুকু প্রেমেতে রঙিন?

কতটুকু পাওয়া হলো আর
কতটুকু হাহাকার না পাওয়ার
কতটুকু জমে আছে হৃদয়ের ঋণ?

আমি আজো সেই বেখেয়ালি!
ভেজা সন্ধ্যায় স্মৃতি হাতরাই,
সময় ফুরিয়ে গেলে
জীবনের হিসাব মেলাই।।