কত কথাই লুকিয়ে থাকে যেন মনের ভেতর
কত যে ব্যথা, কত যে গ্লানি কে' বা জানে?
হৃদয় কি কোন এক উজ্জ্বল লাবণ্য ধরা মায়াবী পাথর,
নাকি বিমুর্ত এক কবিতা, জমে থাকে অভিমানে!