কবিতাঃ- আবিষ্কার
কবিঃ- অবিরুদ্ধ মাহমুদ
তারিখঃ- ২৯/০৭/২০
””””””””””””””””””””””””””
আমি আজও আবিষ্কার করি তোমায়
একটু একটু করে
যেমন ভাবে একটা শিশু
প্রতিনিয়ত ডিসকভার করে সমস্ত পৃথিবী,
আমিও যেন তোমায়
প্রতিবার দেখি চির নতুন রূপেই
যেন আজও সীমারেখা খুঁজি কোন এক নতুন শহরের;
অথচ কেমন করে চলে গেল আট টি বছর
একই বিছানায় জড়াজড়ি করে।।
এখনও বয়ে চলা নদীর মতোই
এঁকেবেঁকে চলেছে জীবন
আমি আজও তোমায়
আবিষ্কার করে চলেছি প্রতিনিয়ত।।