দুঃখের মুখোমুখি দাঁড়িয়েও তুমি হাসো, এটাই বাঁচা, বেঁচে থাকা!
দুঃখের ভ্রুকুটি ভেঙে, তার চোখের দিকে তাকাও,
তাকে দেখাও জীবনের রঙিন আলোকছটা,
তাকে দেখাও সাহসের ঔজ্জ্বল্য।
জীবনের সীমানায় যদি থাকে রাত্রির আঁধার,
তবে তুমি আকাশের তারা হয়ে ওঠো,
প্রতিটি নিশ্বাসে নাও ভোরের আশ্বাস,
বলো, আমি বাঁচতে এসেছি আলোয় ভরা পথে,
আমার জীবন অমৃতের ঝর্ণা।
যদি দুঃখ আসে, ছায়ার মতো; দূরে ঠেলো তাকে।
তার চাহনি যতই গভীর হোক,
বলো, দুঃখ নয়,, আমার বেঁচে থাকার সাথী হলো আনন্দ!
আনন্দের হাত ধরে নাচো, গাও
জীবনের প্রতিটি ধ্বনি বাজুক তুমুল উল্লাসে।
যদি জীবন একান্তই ফুরোয়,
তাহলে আনন্দের স্রোতে ফুরোক তা।
বলো, দুঃখ নয়,, আমার সাথী ছিল আনন্দ!
তাই আনন্দের হাত ধরেই মিলিয়ে যাবো চিরকালে।