সেই মেঠো পথ, সবুজ গায়ের শপথ,
শৈশবের কত স্মৃতি,
ভাটির সুর টান, সেই সব পুরনো গান,
সব যেন আজ বিস্মৃতি।

কিছু স্মৃতির বাঁধ, মনের কোমল চাঁদ,
নিলছে আলোয় ভাসে,
কিছু চুপ কথা, মন আকুলতা,
হৃদয়ের নিঃশ্বাসে।

কিছু হাতের ছোঁয়া, মুছে দুঃখের ছায়া,
আনন্দে নাচে মন,
কিছু পাখির ডাকে, ভোরের জুঁহি শাঁখে,
জাগায় যে শিহরণ।

কিছু ধুলোর ঘ্রাণ, কোকিল কুহু তান,
মিশে যায় প্রাণে,
কিছু চেনা মুখ, আনে অসীম সুখ,
ভরে প্রেমের বানে।

কিছু মেঘের ছায়া, সেই পুরনো মায়া,
ঘুরে আসুক আকাশ,
কিছু বৃষ্টির ধারা, হোক নতুন আশকারা,
ভিজুক বুকের বা পাশ।

কিছু নিঃশ্বাসে, মনে আজও ভাসে,
ভালোবাসার আলাপন,
কিছু স্মৃতির চুম, হারায় চোখের ঘুম,
রাতের অপূর্ব স্বপন।

__________√√√_________