সামান্য এক হৃদয় আর কতটুকু
পারে দিতে বলো প্রিয়!
যতটুকুন পেরেছি দিতে আঁচলে জড়িয়ে নিও,
আমি তো ভুগছি সেই কতকাল ধরে
তোমার বিহনে, ভীষণ প্রেমের জ্বরে,
সমুদ্রের মতো হৃদয়ও মাঝে মাঝে ঝড় আসে
চেয়েছিলাম একটা পৃথিবী বানাবো
তোমাকেই ভালোবেসে..........;
যদি নাই সারে হৃদয়েরে এ অসুখ
যদি বা আবার কোনদিন দেখা হয় তবে,হোক;
বোহেমিয়ান এ হৃদয়ের দিব্যি, দেখো
একদিন আমিও ভোরের পাখি হবো,
হেমন্তের অরণ্যে স্বপ্নচারিনী হয়ে
ফিরিয়ে দেবো তোমার সব লেনাদেনা।।