একটা অলস দিন কেটে গেল
কোন ফুল ফুটল না আমার বাগানে
পাখি গুলি শুনালো না আজ কোন গান
আমার সাধের কলমের নিবে জমে গেল কালি
মেঘ জমে ঢেকে গেল নীল আসমান।।
একটা অলস দিন কেটে গেল
বিস্মৃতির ঘূর্ণাবর্তে চলে গেল দিন
প্রেমের গোলাপ কলি ফুটল না তবু
মিছে মায়া মোহে হৃদয়ে জমেছে ঋণ।।
একটা অলস দিন কেটে গেলে
পৃথিবীর কি বা এসে যায় তাতে?
সন্ধ্যা মালতী ফুল ঠিক ফুটে যায়, সন্ধ্যায়
চন্দ্র-সূর্যটাও ভাই রয় না তো বসে
সময় ও নদীর স্রোত থাকেনা অপেক্ষায়।।