তুমি আমি তোমরা আমরা সবাই খুঁজে চলেছি
এক মুঠো প্রেম......
মেঘের ভেতরে মেঘ যেমন খুঁজে চলেছে প্রেয়সীর মুখ;
আকাশের সীমানায় দিগন্ত যেমন
খুঁজে চলে দিগন্তের সুখ।।
তুমি আমি তোমরা আমরা
অনবরত বদলাচ্ছি পোশাক যেমন
আকাশ তবুও বদলায় আকাশের রঙ,
সময় বদলায় না বদলায় সময়ের ভুল
সময় হলে গোলাপ বদলে দিচ্ছে ধুতরা ফুল।
গভীর সমুদ্র স্নান শেষে
গোধূলির আলো ফিরে যায়
বিছানায়,
ভালোবেসে......??
এক থোকা গোলাপ হলেই ভালোবাসা!
এক থোকা ধুতরা ফুলের বিষ!
উপরে গোলাপ ভেতরে ধুতরা হোক
শুধু এক টুকরো জাঁকজমক পোশাক হলেই
ছুঁতে পারো প্রেমিকার ঠোঁট;
এইতো প্রেম এই তো প্রেম' আশীবিষ....
খাঁটি দুধে মিশে যায় জল,
এক মুঠো প্রেম! যেন এক গ্লাস বিষ।।