আমার ভালোবাসা গুলো অন্যরকম
হাঁটতে পারেনা গাইতে পারে না
টোকা দিলে শব্দ হয় না
শুধু নির্জনেতে জ্বলতে থাকে আগুন
সেই আগুন কে আলো ভেবে
হাত বাড়ালেই হাত পুড়ে যায়
হৃদয় পুড়ে হারিয়ে যায়
অন্ধকারে ঘূর্ণি মায়ায়...
আমার বিষাদ গুলোও অন্যরকম
ক্ষণ-অনুক্ষণ যেন এক অমৃত
বিষাদ আমায় নিজেকে যেন চিনতে শেখায়
এই আমি তাই বিষাদ কে ভাই
গলায় গলায় জড়িয়ে ধরি
বন্ধু ভেবে দু'চোখ বুজে বরণ করি...
আমার জন্মটাও অন্যরকম
ছদ্মনামে মর্ত্যধামে হাওয়ায় ভাসা
মধুর বাঁশি ভেবে সবাই ফুঁ দিতে চায়
ফুঁ দিলে আর মধু ঝরে না
ঝরতে থাকে বিষে ভরা হীরের গয়না
হীরের বিষে নীল হয়ে যায় এক পৃথিবী
ভীষণ জ্বালায় তাই তো কেউ আর ফুঁ ও দেয় না
আমারও তাই জন্ম হয় না, মৃত্যু হয় প্রতি রাতে।।
আমার মৃত্যুটাও অন্যরকম
সময় থেকে খানিক বিচ্যুত
এক গ্লাস অন্ধকারে যেন এক আলোর ঝলক
মৃত্যুকে তাই প্রতিক্ষণে ডাকি কাছে
মৃত্যু তবু তার বুকেতে আমায় যেন ঠাই দেয় না
আমারও তাই মৃত্যু হয় না, জন্ম হয় প্রতি প্রাতে।