তুমি আমার জান্নাত মা গো মক্কা মদিনা !
তুমি আমার ভোঁরের আলো চাঁদের জোছনা!
তোমার পদতলে আমার সুখের ঠিকানা !
মাগো.......
তুমি আমার শিক্ষিকা মা আমার ছেলে বেলা!
তোমার হাতটি ধরে আমার এই তো পথো চলা!
গর্ভে যদি না ধরি তা এই ধরণীর সুখ।
দেখিতাম কি সবুজ শ্যামল এই পৃথিবীর মুখ।
তোমার বুকে ছিলো আমার সুখের বিছানা!
গায়ের চামড়া দিয়ে বানাইয়া দিলে তোমার
পায়ের জুতা!
তবু শোধ হবে না ঋণ তোমার দেয়া দুধের
একটি ফোঁটা!
এই পৃথিবীর সমস্ত সুখ এক পাল্লায় দিলে!
তোমার প্রেমের পাল্লা মাগো যাবে তবু হেলে!
তোমার ভালোবাসার মাগো হয়না সীমানা!
তারিখ-১৬/১০/২০২২
মোঃ তবিবুর রহমান হৃদয়