এমন এক জীবন বানালাম দুঃখ শুধুই পেলাম!
সুখ পাখী উড়ে গেলো জীবন করে নিলাম!
নীড় হারা পাখী যেমন খুঁজে ফেরে নীড়!
তাহার জীবন যেন সকালের শিশির!
তেমনি জীবন আমার এই জানিলাম!
যে ব্যথায় ভেঙ্গেছে সে আমার অন্তর টাকে!
তার ও সে দিন বিচার হবে খোদার আদালতে!
সে দিন বুঝবে সে হৃদয় ভাঙ্গার পরিনাম!