সোনার ছেলে
মোঃ তবিবুর রহমান হৃদয়
খুব সকালে উঠে আমি চিন্তা ভাবনা করি
সরাটা দিন কার পেছনে আঙুল দিতে পারি!
আঙুল দিলে দিনটি আমার কাটবে ভালো বেশ
আমি হলাম সোনার ছেলে সোনার বাংলাদেশ!
অন্যের মন্দ ব্যঙ্গ করা নিত্য আমার কাজ
ব্যঙ্গতে মোর হৃদয় হাসে ব্যঙ্গ মাথার তাজ !
আমি একা একা কতই করি এতো কুট নীতি
বড্ড ভালো হতো আমার হইলে কেহো সাথী!
এক জনে লিখিতাম গান আরেক জনে সুর
আরেক জনে কণ্ঠ দিতাম লাগতো সু'মধুর!
অন্যের ভালো দেখলে পরে বুকটা ভিশন জলে
ফন্দি আটি কেমনে তারে ফেলবো রসাতলে!
তারিখ-০৪/০৪/২০২৩
গাজীপুর,ঢাকা