শীতের বার্তা
মোঃ তবিবুর রহমান হৃদয়

কার্তিকের সকালে শিরশির বাতাসের মাঝে আমি খুঁজে পাচ্ছি শীতের আগাম বার্তা !
পুবালী হাওয়া যেন আমার কানে কানে গুন গুনে বলে যায় শীত এসেছে বলে শীতের কথা !

ভোঁরের শিশির কণা ভেঁজা সবুজ ঘাসে কুয়াশার চাদরে ঢাকা  প্রকৃতি বলে যায় শীতের কথা !
প্রভাতের টিউবওয়েল জমে থাকা বিন্দু বিন্দু জলের
কণা বলে যায় শীতের বার্তা !

শরীরের ধুষর চামরা শুষ্কতা পরপরে টানে  ঠোঁটের চটচটে ফাটা প্রবাহিত রক্তের ফোটা বলে যায় শীতের কথা !
গ্রামের প্রতিটি আনাচে কানাচে অলিতে গলিতে
থমথমে আকাশ বলে দেয় শীতের কথা !

গাছে গাছে লতায় পাতায় পাখিদের হৈ হৈল্লার
কিচিরমিচির সুর বলে দেয় শীতের কথা !
ফুলের বাগানে ফুলে ফুলে ভোঁমরের গুন গুনে
সুর ছন্দ দোলা বলে দেয় শীতের কথা !

তারিখ-২৭/১০/২০২২
মোঃ তবিবুর রহমান হৃদয়