সুই সূতার সোনালী দিন
মোঃ তবিবুর রহমান হৃদয়
আর কি পাবো ফিরে মোরা সেই সোনালী দিন !
মায়ের হাতের শীতল পাটি দাদার হাতের বীণ !
মুক্তকাশে আসতো ভেসে রাখালিয়ার সুর !
জারি,সারি,ভাটিয়ালি,বাউলের সুর কত যে
সুমধুর !
গোঁয়াল ভরা গরু ছিলো গোলা ভরা ধান !
ফসলের মাঠে ছিলো চাষির মুক্ত হাসি গান !
মায়ের হাতে সূই সূতায় বুণানো রঙ্গীন কাঁথা !
বোনের দেয়া রুমাল খানা কতযে স্মৃতি গাথা !
দাড়িয়াবান্দা,হাডুডু,গোল্লায়ছুট হরেক রকম খেলা !
কত যে আনন্দে সুর ছন্দে কাটতো সারা বেলা !
পাবো কি ফিরে এখন মোরা সেই সোনালী দিন !
দাদার হাতের লাঙ্গল, জোঁয়াল হইতেছে বিলিন!
রেশমি ফিতা,কাচেরচুরি,বোনকে দেয়া পাটের শাড়ি !
রঙ্গীন শিখা,রুপার বিছা,রঙ-বেরঙের মাটির হাড়ি!
কাঠের ঢেঁকি,শিলের পাটা,কদম গাছে হুতুমপেঁচা!
ডিঙি নায়ের পালতুলে যায় মাঝিমাল্লা দুর অচিনগাঁ !
সেই সোনালী দিন এখনো রয়েছে
কিন্তু শুধুই রূপকথা !
সেই সোনালী দিন হয়েছে বিলিন যখন
ছুয়েছে আধুনিকতা !
দিন বদলের সাথে সাথে বদলে গেছে
সোনালী দিন !
সেই সোনালী দিন থাক না অমলিন
আধুনিকতার মাঝে বেচে থাক চিরদিন!
''সেই সুই সূতার সোনালী দিন''
তারিখ-২৬/০২/২০২৩