সত্য মিথ্যার লড়াই
মোঃ তবিবুর রহমান হৃদয়
যখনি হয় সত্যের সাথে মিথ্যার লড়াই
তখন সত্য হয়ে যায় একা অসহায়!
সত্য সে সত্যের প্রতি অটল থেকেও
পরাজিত হয়ে যায়!
কারণ তার সাথে তার আপনজন পাশের
লোকেরা বিশ্বাস ঘাতকতা করে !
তাই সে নিশ্চুপ বোবা পাথরের মত নিজেকে
সার্থপর মানুষের কাছ থেকে নিজকে আড়াল করে !
তবে সত্যের অবশ্যই একদিন জয় হবে অনেক কষ্ট প্রতিক্ষার পর !
আর সত্য সেতো চির অম্লান পৃথিবীতে হয় দুর্বল বোবা টাইপের
মিথ্যার বাহিনী দেখতে বিশাল তার পিছনে থাকে লোভী মূর্খের দল !
বিশ্বাস ঘাতক,অহংকারী,সার্থপরের সাথে থাকে তার নিত্য চলাচল!
মিথ্যার ক্ষমতা ক্ষনিকের তরে একদিন তার হবে অবসান !
মিথ্যার চোখে সেদিন ভাসবে অশ্রু কণ্ঠে বিরহ অনুতাপ যেদিন থাকবে না ক্ষমার রাস্তা অণু পরিমান !
সত্যের কান্না কেউ তো শোনেনা সবাই চেয়ে চেয়ে মজা দেখে !
তাই বলে কি সত্য পরাজিত না সত্যের সাথে স্বয়ং আল্লাহ পাক থাকে !
তারিখ-২১/০৩/২০২৩
গাজীপুর,ঢাকা