রক্তের বাধন
মোঃ তবিবুর রহমান হৃদয়

একই মায়ের উরস্ত জন্ম একই পিতার রক্ত।
একই বৃন্তে দুইটি পাখি নিত্য নিশি ডাক তো!
দুই পাখিতে মাখামাখি করতো কত ডাকাডাকি !
নিবির প্রেমের ফুলশুটি কত প্রিতি কত স্মৃতি !
হঠাৎ তাদের কি হলো নীড় ভাঙা এক ঝড় এলো!
দুই মেরুতে ঘর হলো তারা হলো এলোমেলো!

তার খুনশুটিতে মন মাতে না জানি কার ভুল তাতে! চোঁখ কাঁদে মোর মন কাঁদে প্রেম বিরহ সংঘাতে
সার্থের কালো মেঘ এসে মন আকাশ ছেয়ে গেছে !
বিল মাঝে তার ঝিল হাসে ভূত নাচে তার মনগাছে! তার মনে ভরা বিষের ডালি আমি দু'চোখেঁর বালি!
সাত সাগরের জল ঢালি ওই ওঠেনা মনের কালি!

ক্রান্ত মাঠে ক্লান্ত ঘাটে তার প্রতিহরণ দল ছোটে!
তার চলন বলন কথায় রটে ঊচ্চলাষি ফুল ফোটে!
মন নাচে তার চোঁখ হাসে প্রতিহিংসার উল্লাসে!
বুক ভাসে মোর চোঁখ ভাসে দিনগড়িয়ে রাত আসে!
বুকে ব্যাথার দ্বীপ জ্বলে সে দেখে হাসে খলখলে!
তবু দেখি নানান ছলে কি করে তারে যাই যে ভুলে!

সে আমার এমন আপন চিরন্তন এক রক্তের বাধন!
তার কাছে নেই মান অভিমান জানে শুধু ব্যবধান !
একই বাড়ী একই নীড় ভেঙে কখন উঠলো প্রাচীর!
গ্রাম বাসী নিরব স্থির বিবেক তো নয় সে যেন বীর!
সে শুনায় সাম্যের গান সে গানে নেই সুর তাল প্রান!
নিজেই রেখেছি অবদান অন্যের গান নয় অম্লান!

গুল বাগিচার ফুল গুলি রোজ বিহনে বুলবুলি!
আঁকলো হাতে রঙ তুলি গুল বাগিচার ফুল গুলি!
গুল পাখিরা সবুজ বনে অশ্রু ফেলে নির জনে!
উদাস দুপুর গগন পানে কয় যে কথা মেঘের সনে!
বুলবুলি ওই হৃদয় বাগে সুর তুলে গায় অনুরাগে !
চুপিচুপি হৃদয় মাঝে তবু তো যাই ভালবেসে!


তারিখ-২২/১০/২০২২
মোঃ তবিবুর রহমান হৃদয়