রমজানের দ্বীপ্ত আলো
মোঃ তবিবুর রহমান হৃদয়
রমজান এলো মমিনের দ্বারে
দ্বীপ্ত আলো জ্বেলে !
রহমত বরকত মাগফিরাত
নাজাতের নিশান দোলে !
নামাজ পড়ো রোযা রাখো পাঠ কর
আল কোরআন!
বেশি বেশি তওবা কর আল্লাহর অশেষ
মেহেরবান !
ইফতার খাও খুরমা খেজুর খাও
আরো মিষ্টি পানি !
গরিব দুঃখির প্রতি দাও বারিয়ে
তোমার দানের হাত খানি !
দু'হাত তুলে হৃদয় খুলে কর
মোনাজাত !
মাফ করে দাও মাবুদ মাওলা
আমি পাপি উন্মত্ত !
এই রমজানে এসেছে কোরআন
হেদায়েতের তরে !
শবে ই-ক্বদর তালাশ কর শেষের
দশটি রোযার ভিতরে!
রোযা পুড়ে করবে পাপ রশ্মি হবে
তোমার ঢাল !
নিষ্পাপ শিশু যেমন মায়ের কোলে
ঘুমায় চিরকাল !
এ রমজানে নিজের গুনাহ না করাতে
পারলে ক্ষমা!
তাদের জন্য নয় ঈদের খুশি নতুন
নতুন জামা !
রমজানের রোযার শেষে যখন
উঠবে ঈদের চাঁদ!
আল্লাহ তুমি আমার গুনাহ করে
দিও মাফ !
কত যে রমজান পেরিয়ে গিয়াছে
রাখিনি একটিও রোযা!
সারাটি জীবন কত যে নামাজ
করিয়েছি আমি কাযা!
প্রতিদিন কত জাহান্নামীকে করছো
ক্ষমা দিচ্ছো ঘোষনা!
তাদের শামিলে আমাকেও রেখো
এই আমার কামনা !
তারিখ-২৭/০৩/২০২৩
গাজীপুর, ঢাকা