রমজানের চাঁদ এবং শুকতারা
মোঃ তবিবুর রহমান হৃদয়
আজ রমজানের চাঁদ উঠেছে সঙ্গে শুকতারা !
দেখতে যেন সোনার গহনা খোদার রহমধারা
আরবি হরফ বা এর নিচে থাকে যেমন ফোটা!
চাঁদটি দেখতে তেমন ছিলো যেন বা হরফ টা!
চাঁদের নিচে তারা থাকায় বলছে অনেক লোকে!
কেয়ামত নাকি সন্নিকটে বলেছে রাসুল পাকে!
ইমাম মাহদি আসার পূর্বে উঠবে এমন তারা !
তাই দেখে আজ এই পৃথিবীর মানুষ দিশেহারা!
আমি বলি এটা আলামত হলেও রবের নিদর্শন!
এই চাঁদের মাঝে মানুষের জন্য রয়েছে শিক্ষন!
এই চাদঁ তারা দিয়ে মহান আল্লাহ করেছে প্রমাণ!
আল্লাহ চির রাজাধিরাজ অসীম চির মহীয়ান !
এই পৃথিবীর সকল কিছু তার ইশারায় চলে!
কুল মাখলুক সিজদারত খোদার পদতলে!
চাঁদের সাথে তারা উঠে মিঠিমিঠি জলতো !
যেন একই গোষ্ঠীর অন্তর্ভুক্ত গাথা একই সূত্রো!
চাঁদের সাথে ঝুলছে যেন সাদা মুক্তোর দানা!
পরালে গলায় দেখা যেতো মণি মুক্তর গহনা!
এক এক লোকের মুখে শুনি হরেক রকম কথা!
রমজানের এই এ চাঁদ হয়তো কোন সতর্কবার্তা !
তারিখ-২৫/০৩/২০২৩
গাজীপুর,ঢাকা